ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ‘এ’ দল। ফাইনালের আগ পর্যন্ত ভারত অপরাজিত থাকলেও শেষপর্যন্ত পাকিস্তানের কাছে স্বপ্ন বিসর্জন দেয় দলটি। ম্যাচ শেষে অকপটেই ভারত অধিনায়ক যশ ধুল শিকার করলেন দুর্দান্ত পাকিস্তানের কথা।
২০ বর্ষী টপঅর্ডার ব্যাটার বলেছেন, ‘তারা দুর্দান্ত ব্যাটিং করেছে, মাঝে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে থাকলেও তাদের সঙ্গে শেষপর্যন্ত আমরা পেরে উঠিনি। জয়ের জন্য অবশ্যই এটি বড় লক্ষ্য, তবে আমরাও বেশকিছু খারাপ শট খেলেছি। সিদ্ধান্তটা ঠিকই ছিল। কিন্তু তারা আসলেই অনেক ভালো ব্যাটিং করেছে এবং উইকেটও দারুণ ছিল। একটা বিষয় হল, আমরা কেউই আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। তাই এটি আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম এবং পরিবেশ ছিল।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান ‘এ’ দল। ৩৫৩ রানের লক্ষ্যে তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ভারত, ৬০ বল বাকি থাকতে ২২৪ রানে গুটিয়ে যায় যশের দল।
টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় ভারত। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতে পাকিস্তান তুলে ফেলে ১২১ রান। দুজনেই পান ফিফটির দেখা। চারে নেমে ১২টি চার ৪টি ছয়ে ৭১ বলে ১০৮ রানের মারকুটে এক ইনিংস খেলেন তায়েব তাহির। শেষপর্যন্ত ৮ উইকেটে পাকিস্তানের দেয়া ৩৫৩ রানের লক্ষ্যে সব উইকেট হারিয়ে ২২৪ রানে থামে ভারত।
ইমার্জিং এশিয়া কাপের পঞ্চম আসরের মধ্যে প্রথম দুই আসরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল পাকিস্তান। শেষ দুই আসরে বাংলাদেশ ও ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিলো দেশটি।








