গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন থেকে সরে দাড়নোর ঘোষণা নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ। আসন্ন নির্বাচনেও ফের ভোট ডাকাতি হওয়ার আশঙ্কা রয়েছেন এমন বিষয়ে সামনে এনে বগুড়ায় সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেওয়ার সময় নিশাদের সাথে গাইবান্ধা-৫ আসনের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন নিশাদ বলেন, সম্মানিত সাংবাদিকবৃন্দ, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু সেটা গত অক্টোবরে করতে পারে নি। ভোট ডাকাতির মাধ্যমে উপহাস করেছে কমিশন। বিশেষ এক প্রার্থীর কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা জোড়-জবরদস্তি, হুমকি-ধামকি ও মারপিট করেছে। সাধারণ ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে নিজেরাই ভোট দিয়েছে। আমার এবং প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের উপর আক্রমণসহ নানা অপকর্মের স্বাক্ষী হয়েছে সাঘাটা-ফুলছড়িবাসী। চিহ্নিত ভোট ডাকাতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। সুতরাং কমিশন ফের ভোটের তফশিল ঘোষণা করে আবার প্রহসন করতে চাইছে। আমি আমার জামানতের টাকা ফেরত চাই।
গত ১২ অক্টোবর ভোটের দিনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন করে এই আসনে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।







