তৃতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
রোববার (২৮ তারিখ) তৃতীয় দিনের মত চলছে এ ধর্মঘট।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে গত শুক্রবার(২৬ তারিখ) রাত থেকে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেন বলে জানা গেছে। ।
উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন বাড়ালেও তারা আরও সুযোগ সুবিধা চেয়েছেন। এসব নিয়ে সমঝোতা না হওয়ায় মালিকরা বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।









