Advertisements
একাত্তরের ২৩ মার্চ প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বর থেকে নতুন করে লাল সবুজের পতাকা উত্তোলনের খবর ফলাও করে প্রকাশ করা হয় পরদিনের পত্রিকায়। সেই সাথে ছিল প্রতিরোধ দিবস কেন্দ্র করে সারা বাংলার মানুষের সমর্থন ও পতাকা উত্তোলনের খবর। ক্ষমতা হস্তান্তর নিয়ে ধোঁয়াশা না কাটলেও স্বাধীন বাংলার জন্য সবস্তরের মানুষ যে প্রতিজ্ঞাবদ্ধ সেই খবরও অকপটে প্রকাশ করা হয় পত্রিকায়।






