মাঘের মাঝামাঝি এসে প্রায় বিদায় নিতে বসেছে শীত
মৌসুমের আগেই মাঘের মাঝামাঝি এসে প্রায় বিদায় নিতে বসেছে শীত। প্রতিদিনই তাপমাত্রা বাড়বে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, সামনে আর তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা নেই। আগাম শীত চলে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের ফলাফল বলে মনে করছেন পরিবেশবিদরা। তাদের মতে, জলবায়ুর প্রভাবের কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তার উপর।