উলুধ্বনি আর প্রার্থনার মধ্যে দিয়ে হয়ে গেলো দুর্গাপূজার মহাঅষ্টমীর কুমারী পূজা। এদিনে পূজামণ্ডপ ও মন্দিরে মন্দিরে হয়েছে দেবীর আরাধনা।
রাজধানীর রামকৃষ্ণমিশনের আফতাবনগরের প্লে গ্রুপে পড়ুয়া শতাব্দী গোস্বামীকে এবার কুমারী দেবী হিসেবে পূজা করা হয়েছে।
সকাল থেকেই দেবীর কাছে প্রার্থনা করতে আসেন ভক্তরা।বিশ্বের চলমান অশান্তি দূর হয়ে শান্তি কামনা করেছেন ভক্তরা। দেবী দূর্গার আগমনে পৃথিবীতে নেমে আসবে শান্তি এমনটাই প্রত্যাশা ভক্তদের।
এবার সারাদেশের ৩২ হাজারের বেশি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।







