বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আমদানি ডিমের প্রথম চালান দেশে আসবে। সাতটি এলসি খুলা হয়েছে ডিম আমদানির জন্য। কিছু জটিলতায় দেরি হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকার ১৫ নাম্বার ওয়াডে অক্টোবর মাসে টিসিবি পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আলু আমদানির অনুমতি দেয় নি বাণিজ্য মন্ত্রণালয়। প্রয়োজন হলে কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সেটিরও অনুমোদন দিবে বাণিজ্য মন্ত্রণালয়।
দাম বেঁধে দেয়ার এক মাস পরেও পেঁয়াজসহ ১২ টি পন্যের দাম না কমার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম স্থানীয় উৎপাদন পর্যায়ে বেশি তাই কমানো যাচ্ছে না।
চাল, চিনি, পেঁয়াজ, তেল, মশুর ডাল টিসিবির মাধ্যমে দেয়া হচ্ছে প্রতি প্যাকেজ ৬১০ টাকায়। মশুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, চাল ৩০ টাকা, চিনি ৭০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা।









