বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শেষ হয়েছে। দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবেন।
এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ১২৮টি। ভোট দিতে আসেননি পাঁচ জন। বাকি সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।









