ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরানুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিন ইসলাম রাজ। তারা ২৫ নভেম্বর, ২০২৫ থেকে ২৪ নভেম্বর, ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।
এদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ১১৪ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ১৬ জন ভোটার অনলাইনে ভোট দেন।
অন্যান্য পদে জয়ী হয়েছেন তারা হলেন সহ-সভাপতি বাতেন ও জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল হাসান ইমন।
এছাড়া অর্থ সম্পাদক পদে তারেক আজিজ, সহ অর্থ সম্পাদক পদে ইউসুফ রানা, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুন নাহার মৌ, অফিস সম্পাদক পদে মুশফিকুর রহমান রুম্মান, সহ অফিস সম্পাদক পদে সাব্বির খান, আইন সম্পাদক পদে শফি মুহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফুর রহমান রিমন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জুবায়ের হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জিন্নাহ মোহাম্মদ ইশতিয়াক, নারী বিষয়ক সম্পাদক পদে মাহবুবা মঞ্জুর, কার্যনির্বাহী সদস্য পদে মনজুরুল ইসলাম, মাইনুল ইসলাম রাজু, সোয়েব সুমন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহসীন উল হাকিম। সহ নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মীর শামসুল আলম বাবুসহ ৩ জন।









