ময়মনসিংহের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়িসহ নগদ অর্থ বিতরণ করেন।
গত রোববার ৬ অক্টোবর সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের ভূবনকূড়া, সদর ইউনিয়ন ও পৌরসভার এবং ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের চারুয়াপাড়া ঘাটপাড়, কলসিন্দুর, মন্দির কোনা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর, বল্লবপুর, কালিকাবাড়ী নোয়াপাড়া গ্রামের বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় দুর্গত মানুষদের প্রতি তিনি ধৈর্য্য ধারণ করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি ঢল, অতি বৃষ্টি এবং নেতাই নদীসহ অভিন্ন নদীগুলোতে ভারত সুইস গেট খুলে দেয়ায় পানির স্রোতে বাধ ভেঙ্গে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগে মনোবল অটুট রেখে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ।তিনি বলেন, দুর্যোগ, দুর্বিপাকে বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। বিএনপি এই দুর্যোগে সর্বশক্তি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। তিনি সরকারের প্রতি প্রতিটি দুর্গত মানুষকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি পুণঃনির্মাণসহ কৃষি পুণর্বাসনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান আলমগীর আলম বিপ্লব , ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুল কুদ্দুছ ,হাবিবুর রহমান , ওয়াহেদ তালুকদার, শামসুল আলম শামস, গাজীউর রহমান, জুয়েল খান,রুহুল আমিন , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান প্রমুখ।









