প্লেব্যাক ও সুর-সংগীত দিয়ে নতুন বছর শুরু করলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর প্ল্যাটফর্ম থেকে উঠে আসা জনপ্রিয় দুই শিল্পী ইমরান ও কোনাল।
কোনালের কণ্ঠে গাওয়া ‘মন মেলেছে ডানা’ গানটির সুর-সংগীত করেন ইমরান; কথা লিখেছেন জনপ্রিয় বহু গানের গীতিকার জাহিদ আকবর।
প্লেব্যাক’র জনপ্রিয় জুটি ইমরান-কোনালের এই গানটি ‘নন্দিনী’ ছবিতে থাকছে। আর এই ছবিটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল।
শুক্রবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, নায়িকার ফ্ল্যাশব্যাকে গানটি ব্যবহার হবে, ছবির গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে।
‘নন্দিনী’র প্লেব্যাক দিয়ে কোনাল নতুন বছরে প্রথম প্লেব্যাক করলেন। বললেন: বছরের প্রথম প্লেব্যাক এটি। প্রচুর স্টেজ শো-এর চাপ যাচ্ছে। নইলে আরও কয়েকদিন আগেই কণ্ঠ দিতাম। আমি সবসময় প্লেব্যাকে বেশী কমফোর্ট ফিল করি। আশা করছি এ বছর অনেক বেশী ফিল্মে গাইতে পারবো।
এর আগে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে বা তার সুর-সংগীতে একাধিক গান করেছেন কোনাল; তাদের জুটির ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। আর এ গান দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন কোনাল। পাশাপাশি জাহিদ আকবরের লেখা গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
কোনাল বললেন: ইমরানের সঙ্গে আমার কাজের বন্ধুত্ব বেশ অটুট। আমরা একসঙ্গে কাজ এনজয় করি। ইমরান টিউন ও কম্পিজিশনে অনেক যত্নশীল। নতুন এ গানটি অনেক সুইট। আমি উপভোগ করেছি। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, জাহিদ ভাই (জাহিদ আকবর) আমার ওয়ান অব দ্য বেস্ট ফেভারিট গীতিকার। তার লেখা গানগুলো খুবই ক্লাসি। ক্লাসি গান অনেকে লিখলেও জাহিদ ভাইয়ের লেখা শ্রোতারা সহজেই ধরতে পারেন।
‘নন্দিনী’র গান প্রসঙ্গে ডুব, মন পাজড়ে, প্রিয়তমা’র মতো ম্যাসিভ সব হিট গানের গীতিকার জাহিদ আকবর বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিশে থাকার গান ‘মন মেলেছে ডানা’। যোগ করে তিনি আরও বলেন, প্লেব্যাক করতে গেলে কণ্ঠের অভিনয় জানতে হয়। এই গুণটি কোনালের মধ্যে সবচেয়ে বেশী আছে। সে যখন ফিল্মের জন্য গায়, তখন তার কণ্ঠ থেকে গাওয়ার পাশাপাশি অভিনয় আসে। এখানেই কোনাল অন্যদের থেকে আলাদা।
পরিতোষ বাড়ৈ’র ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘নন্দিনী’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঢাকার নাজিরা মৌ। নির্মাতা জানান, ফেব্রুয়ারিতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। চলতি বছর বিশেষ উপলক্ষে ‘নন্দিনী’ মুক্তির ইচ্ছে আছে।







