পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্জন কারাগারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি বলেছেন, কারাগারটি একদমই অন্ধকার।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ১৫ অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন। ২০০৪ সালে ইমরানের সাথে গোল্ডস্মিথের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির দুই ছেলে সুলাইমান ও কাসিম বর্তমানে লন্ডনে থাকেন।
জেমিমা গোল্ডস্মিথ পোস্টে লিখেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের পরিবার এবং আইনজীবীদের সাথে তার সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে, আদালতের শুনানি স্থগিত করেছে এবং সেপ্টেম্বরের শুরু থেকে তাকে তার দুই ছেলের সাথে কথা বলায় বাধা দিয়ে আসছে।
তিনি আরও লিখেন, তার কক্ষে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নির্জন কারাগারে রয়েছে যা আক্ষরিক অর্থে অন্ধকারে এবং বাইরের বিশ্বের সাথে কোনও যোগাযোগ নেই।
তিনি লিখেন, ইমরান খানের পরিবারকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তার বোন ও ভাগ্নেকে গ্রেপ্তার করে বেআইনিভাবে জেলে পাঠানো হয়েছিল। তিনি আরও লিখেন, আমি অনেক রাজনৈতিক বিষয়ে ইমরান খানের সাথে একমত নই কিন্তু এটা রাজনীতির কথা নয়। এটা আমার সন্তানের বাবা, তার মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে।









