পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা খানকে বেআইনি বিয়ের মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
শনিবার (১৩ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আফজাল মাজোকা বলেন, ইমরান খান এবং বুশরা খানের আপিল গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাদের খালাস দেওয়া হলো।
প্রতিবেদনে বলা হয়, ইদ্দত পূর্ণ না করেই বুশরা বিবি ও ইমরান খানের বিয়ে নিয়ে এক অভিযোগে দায়ের করা মামলায় ফেব্রুয়ারিতে ইসলামাবাদের একটি আদালত দুজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। জাতীয় নির্বাচনের আগে এই রায় দেওয়া হয়েছিল। পাকিস্তানের আইনজীবী, নারী অধিকার কর্মী এবং সুশীল সমাজ ওই সময় আদালতের এই রায়ের তীব্র সমালোচনাও করে।
ইমরানে খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর একজন মুখপাত্র বলেন, অভিযোগগুলো ‘খারিজ’ করা হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।









