বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে দেখার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য কয়েকটি ধাপও ইতিমধ্যে পার হয়েছে তার। এরমধ্যেই লেস্টার সিটি তারকাকে নিয়ে পোস্ট করেছে ফিফা।
পহেলা অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা দিয়েছেন হামজা চৌধুরী। এদিন ফিফার একটি ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ’তে হামজাকে নিয়ে পোস্ট দেয়া হয়েছে। লেস্টার সিটি ডিফেন্ডারের ছবি দিয়ে বাংলায় শিরোনাম লেখা হয়েছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’
ফিফার এমন পোস্টের পর প্রশ্ন জেগেছিল বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন কিনা হামজা। তবে বাফুফে বলছে, মূলত জন্মদিন বলেই এমন পোস্ট দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘হামজা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে, ওর জন্মদিন উপলক্ষে ফিফা পোস্ট দিয়েছে। কিন্তু, ও বাংলাদেশের হয়ে খেলবে এরকম কোনো অনুমোদন আমরা পাইনি। সর্বশেষ আপডেট ছিল, আমরা আবেদন করেছি, ওটার ফিডব্যাক এখনও পাইনি।’
হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়ার প্রথমধাপ ছিল তার বাংলাদেশি পাসপোর্ট করানো। জুনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছিলেন। গত ২৩ আগস্ট পাসপোর্ট হাতে পান তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছিল বাফুফে। সেখানেও অনুমোদন মিলেছে। পরে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অনুমোদনের জন্য আবেদন করেছে বাফুফে। আশা করা যাচ্ছে, দ্রুতই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।









