মশা নিধনে ‘বিটিআই’ বা ব্যাসিইলাস থোরাজেনেসিস সাবস্পেসিস ইজরাইলিসিস নামের নতুন ওষুধ আমদানি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম পর্যায়ে ঢাকা উত্তরের ৩, ৯ এবং ১০ এই তিন জোনের ১৭টি ওয়ার্ডে বিটিআই ছিটানোর কাজ শুরু করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার ৭ আগস্ট মশা নিধনে ‘বিটিআই’ নামের নতুন এই ওষুধের ব্যবহার শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
নতুন ধরনের এই কীটনাশকটি পরিবেশবান্ধব উল্লেখ করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, বিটিআই ছিটিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিশ মশা ও কিউলেক্স উভয় ধরনের মশা নিধন সম্ভব। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমাতে এই ওষুধ সহায়ক হবে বলেও আশা করছেন তিনি।
মেয়র জানান, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সুফল পাওয়ার পরই বাংলাদেশে বিটিআই আমদানি করা হয়েছে। ১০ লিটার পানিতে ৭৫ গ্রাম বিটিআই ওষুধ মিশিয়ে মশা নিধনের জন্য তৈরি করা হয়। সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ’র উপস্থিতিতে কর্মীদের মিশ্রণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এই ওষুধ প্রথমবার ব্যবহারের ১০ দিন পর দ্বিতীয়বার ব্যবহারের প্রয়োজন হয়। প্রথম পর্যায়ে বিটিআই ৫ টন আমদানি করা হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়। আগামী তিন মাস ব্যবহার করা যাবে এই ওষুধ।









