ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের দেশের বাইরে যাওয়া কোনো তথ্য নেই পুলিশের কাছে।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, অপরাধীকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজে ফয়সাল মাসুদের বিদেশ যাওয়ার কোনো তথ্য নেই। তার পাসপোর্টও ব্লক করা হয়েছে। যাতে করে সে বর্ডার দিয়ে কোনভাবেই পালাতে না পারে। এছাড়াও দেশের বর্ডারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আমরা বিজিবিকে ম্যাসেজ দিয়েছি কোনভাবেই যেন সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।
অতিরিক্ত কমিশনার বলেন, স্থল সীমান্ত দিয়ে অবৈধভাবে পালানোর সম্ভাবনা মাথায় রেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক করা হয়েছে। সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা গুজব থাকলেও আমাদের কাছে এখন পর্যন্ত বিদেশে পালানোর কোনো অথেনটিক তথ্য নেই।’
এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি তাদের পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। আমরা একটি করেছি এই কপিটা আমরা হসপিটালে নিয়ে যাব তারা যদি এটা সাইন করে ভালো তা না হলে আমরা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করব।
তারা কি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা দেশের বাইরে চলে যাওয়ার কোন তথ্য নেই। ওসমান হাদী কে ফয়সাল মোটরসাইকেলের পিছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে গত জুলাই মাসে সে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে।
মোটরসাইকেলটি কারা উদ্ধার করেছে জানতে চাইলে তিনি বলেন, এটি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)। গুলির কোন ব্যারিস্টিক পরীক্ষা হয়েছে কিনা এটি জানতে চাইলে তিনি বলেন যেহেতু এখনো মামলা হয়নি তাই আদালতের নির্দেশ ছাড়া এটির ব্যালেন্সটিক পরীক্ষা করার কার্যক্রম শুরু হয়নি।









