চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘ইস্যুস অফ ল্যাঙ্গুয়েজ কনটাক্ট এন্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন বাংলাদেশ’ শীষর্ক দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারি চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে কনফারেন্সের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। কনফরেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. মো কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর এস. এম নছরুল কদির।
প্রথম দিনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন। এসময় তিনি বাংলাদেশে ভাষাগত যোগাযোগের কিছু কেস স্টাডি এবং আদিবাসিদের ভাষায় তার গবেষণা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও কনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং ভার্চুয়ালি যুক্ত হন ইউনিভার্সিটি অব মালেশিয়া এর অধ্যাপক ড. হুয়ান ইয়িক লি।
চবি উপাচার্য তার বক্তব্যে বলেন, পৃথিবীতে নানান ধরণের বৈচিত্র্যময় ভাষা রয়েছে। রয়েছে স্ব স্ব জাতির স্ব স্ব ভাষা। উচ্চশিক্ষা ও গবেষণাসহ শিল্প-বাণিজ্যের বিস্তারে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন ভাষা আয়ত্ব করা আবশ্যক। একটি ভাষা সম্পর্কে জানার পূর্বে ঐ ভাষার প্রেক্ষাপট ও জাতি সম্পর্কেও জানা জরুরী।









