জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমকাবিডি)।
শনিবার ৮ জুন রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইমকাবিডির নবনির্বাচিত কমিটির সদস্যরা।
ইমকাবিডির নবনির্বাচিত সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আঙ্গুর নাহার মন্টির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন নতুন নির্বাহী পরিষদ কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি এম রহমত আলী, যুগ্ম সম্পাদক গনী আদম, সদস্য নজরুল ইসলাম, সৈয়দ মেহেদী মোমিন, মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সংগঠনের সদস্য তৌফিক আজিজ।
উল্লেখ্য, ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সাল থেকে এ পর্যন্ত আইআইএমসিতে উন্নয়ন সাংবাদিকতায় পড়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ইমকাবিডি। ২০২৪-২৬ সালের জন্য ইমকাবিডির নবনির্বাচিত কমিটি গত ১ জুন দায়িত্ব গ্রহণ করে। এর আগে গত ১১ মে ঢাকা ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে ইমকাবিডির নতুন কমিটি ঘোষণা করা হয়।









