২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতীক্ষিত ছবির তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক ডেটাবেজ আইএমডিবি। আর তালিকায় শীর্ষস্থান দখল করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘কিং’।
এটি তিন বছরের বিরতির পর বড় পর্দায় শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা! আইএমডিবি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মাসিক ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজ ভিউয়ের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত শীর্ষ ২০ ভারতীয় সিনেমার তালিকায় রয়েছে ১০টি হিন্দি, ৫টি তেলুগু, ৩টি তামিল, ১টি মালায়ালাম এবং ১টি কন্নড় ভাষার সিনেমা।
শীর্ষে ‘কিং’
তালিকার প্রথম স্থানে থাকা ‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা গিয়েছিল শাহরুখকে।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে ‘রামায়ণ’ ও ‘জানা নায়াগান’
সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। তৃতীয় স্থানে আছে তামিল সুপারস্টার বিজয়ের শেষ সিনেমা হিসেবে আলোচিত ‘জানা নায়াগান’।
চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত ‘স্পিরিট’, আর পঞ্চম স্থানে রয়েছে যশের ‘টক্সিক’। তালিকায় যশের দুটি সিনেমা রয়েছে- ‘টক্সিক’ এবং ‘রামায়ণ: পার্ট ১’, যেখানে তিনি রাবণের চরিত্রে অভিনয় করছেন।
সালমান থেকে আলিয়া- বলিউড তারকাদের আধিপত্য
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’। এরপর যথাক্রমে সপ্তম স্থানে আলিয়া ভাটের ‘আলফা’, অষ্টম স্থানে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’, নবম স্থানে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি অভিনীত ‘বর্ডার ২’।
তামিল সিনেমা ‘এলআইকে: লাভ ইনস্যুরেন্স কোম্পানি’ (LIK), যেখানে প্রদীপ রঙ্গনাথন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তালিকার দশম স্থানে রয়েছে।
দক্ষিণী সিনেমার শক্ত উপস্থিতি
প্রভাসের আরেকটি সিনেমা ‘ফৌজি’ রয়েছে একাদশ স্থানে। এরপর তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’, ‘পেড্ডি’ এবং ‘ড্রাগন’ যথাক্রমে দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ স্থানে রয়েছে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আলিয়া ভাট ও রণবীর কাপুরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে পঞ্চদশ স্থানে। ষোড়শ স্থানে আছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’।
মালায়ালাম সুপারস্টার মামুট্টির ‘প্যাট্রিয়ট’ রয়েছে সতেরো নম্বরে, অনীত পাড্ডার ‘শক্তি শালিনী’ আঠারোতে, আর. মাধবনের ‘বেঞ্জ’ উনিশ নম্বরে। তালিকার শেষ, অর্থাৎ বিশতম স্থানে রয়েছে শহীদ কাপুরের ‘ও’ রোমিও’। ইন্ডিয়ান এক্সপ্রেস









