‘বিরহ জ্বালা-কী মিলন মালা, সবেতেই আছে এই সিগারেট।’ মান্না দে’র গানের প্রাসঙ্গিকতার দেখা মিলল ক্রিকেট মাঠেও। কোনো দলকে পুড়তে হয় হারের বিরহে, কোনো দল বিজয়ের মিলন মালায় উচ্ছ্বাসে মাতে। এমন মঞ্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল মহারণে ধূমপান করে আলোচনার কেন্দ্রে এখন ফাইনালের সেরা খেলোয়াড় ইমাদ ওয়াসিম।
করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার গড়িয়েছিল পিএসএলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় মুলতান সুলতান। আগে ব্যাট করা মুলতান ৯ উইকেটে ১৫৯ রানে থামে। বল হাতে ৩৫ বর্ষী পেসার ইমাদ ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের নয় বছরের ইতিহাসে তিনি প্রথম বোলার হিসেবে ফাইনালে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখান।
বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে স্বাস্থ্য হানিকর সিগারেটে আগুন ধরিয়ে বসেন ইমাদ, ধূমপানের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সেটি লুকিয়ে ফেলেন। তবে তার ধূমপানের দৃশ্যের একাধিক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যারিয়ার আরও ৪-৫ বছর টেনে নিতে চাওয়া পাকিস্তানি খেলোয়াড়কে অবশ্য কোনো শাস্তির মুখে পড়তে হয়নি।
ক্রিকেটে ম্যাচ চলাকালীন ধূমপানের ঘটনা নতুন নয়। ২০০০ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাকে সাইটস্ক্রিনের পিছনে দাঁড়িয়ে ধূমপান করতে দেখা গিয়েছিল। প্রয়াত ক্রিকেটারের সেই মুহূর্তটি ১৫ বর্ষী এক ছেলে ক্যামেরায় তুলেছিল।







