খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, পূজগাং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের থামতে বলা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা তারা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।









