ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগের চতুর্থ মৌসুমের ফাইনালে উঠেছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। তাদেরকে হারিয়ে আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ডেজার্ট ভাইপারস। ফাইনালে ভাইপারস এমিরেটসকে হারিয়েছে ৪৬ রানের ব্যবধানে। চার মৌসুমে চার আলাদা চ্যাম্পিয়নের দেখা পেল লিগটি। ফাইনাল ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন স্যাম কারেন।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় এমিরেটস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে ভাইপারস। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে এমিরেটস, ভাইপারসের শিরোপা নিশ্চিত হয় ৪৬ রানের জয়ে।
ফাইনালে সাকিব বল হাতে জ্বলে উঠার সুযোগ পাননি। এক ওভার বল করে ১০ রান দিয়েছেন। তবে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসটি এসেছিল তার থেকে। অন্যদের যাওয়া আসার প্রতিযোগিতায় কাজটা ঠিকঠাক করতে পারেননি সাকিব। ২৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ছিল।
আগে ব্যাট করা ভাইপারসের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক স্যাম কারেন। ৪১ রানের ইনিংস খেলেন ম্যাক্স হোল্ডেন। এছাড়া ড্যান লরেন্স ও ফখর জামান ২৩ ও ২০ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেন।
ফাইনালে ফজলহক ফারুকী ২টি উইকেট নিয়েছেন। এছাড়া বাকি উইকেটটি নিয়েছেন আরব গুল।
জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি এমআই এমিরেটস। নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব। ইনিংসের সর্বোচ্চ ৩৬ রান আসে তার থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন কাইরেন পোলার্ড। এছাড়া মুহাম্মদ ওয়াসিম ২৬ রান করেন।
দুই পেসার ডেভিড পাইন ও নাসিম শাহ ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন খুজাইমা তানভীর ও উসমান তারিক।









