বিপিএলে প্রথমবারের মত অংশগ্রহণ করেছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল অভিষেকটা ভালো হয়নি তাদের। টানা ছয় ম্যাচে হারের পর সপ্তম ম্যাচে প্রথম জয় পায় দলটি। পরের ম্যাচেও জয় হাতছাড়া করেনি তারা। জটিল সমীকরণ হলেও কাগজে-কলমে এখনও প্লে-অফে খেলার সুযোগ আছে তাদের। তাই ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে বেশ আশাবাদী দলের পাকিস্তান পেসার ইহসানউল্লাহ। প্লে-অফে খেলার স্বপ্ন দেখার পাশাপাশি, আগামী মৌসুমে নোয়খালী চ্যাম্পিয়ন হবে বলে আশা তার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন ইহসানউল্লাহ। বলেছেন, ‘আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রানরেট ভালো থাকে আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।’
‘বিপিএলে ওরা (নোয়াখালী) মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। পরের আসরে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে।’
দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে শাহাদাত হোসেন দীপুর প্রতি বিশেষ মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তান পেসার। বলেছেন, ‘আমাদের দলে দীপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ।’
নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনেরও প্রশংসা করেছেন ইহসানউল্লাহ। বলেছেন, ‘প্রধান কোচ খুবই বন্ধুত্বসূলভ, বেশ ভালো। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।’









