জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় দিনে রাজশাহী ডিভিশনের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন বরিশাল ডিভিশনের ওপেনার ইফতেখার হোসাইন ইফতি। তার সেঞ্চুরির ১১৬ রানের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি বরিশাল। ২০৫ রান তুলতে অলআউট হয়েছে ফজলে মাহমুদের দল। অবশ্য প্রথমদিনে খেলা মাঠেই গড়ায়নি।
বরিশালের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন মঈনুল ইসলাম। সালমান হোসেন ইমন তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করেন। দলের বাকি কোনো সদস্য দুঅঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক ফজলে মাহমুদ ২ রান করে আউট হন।
দুর্দান্ত বল করেছেন রাজশাহী ডিভিশনের আলী মোহাম্মদ ওয়ালিদ। ৪ উইকেট নিয়েছেন এ পেসার। ওয়াসি সিদ্দিক ২টি এবং মোহর শেখ ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।
দিনের বেশিরভাগ সময় বল করলেও ব্যাট করার সুযোগ পায়নি রাজশাহী ডিভিশন। ম্যাচের প্রথম বল হওয়ার পর খেলা বন্ধ হয়ে যায়। তৃতীয় দিন সকালে দুই ওপেনার মিজানুর রহমান এবং সাব্বির হোসাইন ব্যাট করতে নামবেন।









