নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ক্ষমতা নয়, বরং রাষ্ট্রে একটি গুণগত পরিবর্তন। তিনি সতর্ক করে বলেন, গণভোটের মাধ্যমে এই সংস্কার নিশ্চিত না হলে দেশ পুনরায় আগের অস্থিতিশীল ও বীভৎস পরিস্থিতিতে ফিরে যেতে পারে।
বুধবার ২১ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোটের প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন জুলাই-আগস্টের নৃশংসতার কথা স্মরণ করে বলেন, তরুণদের লাশ ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়ার মতো বীভৎস ঘটনা এই দেশে ঘটেছে, যা বিশ্বদরবারে আমাদের মাথা হেট করে দিয়েছে। আমরা কি আবারও সেই অবস্থায় ফিরে যেতে চাই?
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সকল উপদেষ্টার সম্পদের বিবরণ ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। ঠাকুরগাঁও ডিডিএলজি উপ-পরিচালক আরাফাত রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।









