বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে।
আজ (২০ অক্টোবর) সোমবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশে উপস্থিত হয়ে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি যথার্থ নয়, তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া সরকারের জন্য লজ্জার বিষয়। বিএনপি ক্ষমতায় গেলে আর কোনো শিক্ষককে ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না।
তিনি শিক্ষকদের নয়দিন ধরে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রশংসা করে বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণ করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বিএনপি সরকার গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। তাদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার সিদ্ধান্তই যৌক্তিক।
এর আগে রোববার মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দিলে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং আমরণ অনশনের ঘোষণা দেন। সরকার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির যে প্রজ্ঞাপন জারি করেছে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। শিক্ষকদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করতে হবে।
অন্যথায় তারা শ্রেণিকক্ষে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিএনপি ছাড়াও গণঅধিকার পরিষদ, এনসিপি এবং কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানিয়েছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন, অনশন ও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।









