জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা এই সংস্কারের পক্ষে আছি। আমরা দেশবাসীকে এ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গোটা জাতি সংস্কারের পক্ষে, কেউ যদি তার বিপক্ষে যায়, জাতি তাদের প্রত্যাখ্যান করবে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্দোলনরত ৮ দলের প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ভাষণে জাতি ভেবেছিল সংকট কেটে যাবে কিন্তু এই ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে।
নির্বাচনের আগে গণভোট না হওয়ায় দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংশয় সরকারকে দূর করতে হবে। ৫ দফা দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। একই দিনে গণভোট ও নির্বাচন নিয়ে জাতির মধ্যে সংশয় তৈরি হয়েছে যা সরকারকে দূর করতে হবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শ করে মাঠ পর্যায়ে প্রশাসন রববদল করা হচ্ছে। বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়েছেন?
জামায়তের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা সরকারের উপলব্ধি করা উচিত। সরকারে লক্ষ্য রাখা উচিত, যেন কোনো রাজনৈতিক চাপে পড়ে নতুন বাংলাদেশ গড়া ভেস্তে না যায়।
জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে আমরা সকলে ‘হ্যাঁ’ বলব এবং জাতিকেও ‘হ্যাঁ’ ভোট দেবার জন্য উদ্ভুদ্ধ করব। সরকার যেন গণভোট নিয়ে ব্যাপকভাবে প্রচার করে। যাতে গণভোট সহজ হয়।
মিয়া গোলম পরওয়ার বলেন, অনলাইনে একটি দলের কর্মীরা গণভোটে ‘না’ ভোট দেয়ার জন্য প্রচার করছে। জাতি তাদের প্রত্যাখান করবে।
শেখ হাসিনার মামলার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে এই সরকারের আমলে বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে চলছে। এই বিচারের প্রতি মানুষের আস্থা আছে।









