মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি আটলান্টা) সহযোগিতায় দুই বছর মেয়াদী ট্রেনিং প্রোগ্রামে ফিল্ড এপিডেমিওলজিস্ট বা ‘স্বাস্থ্য গোয়েন্দা’ ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
সম্প্রতি দেশের একটি বহুল প্রচারিত দৈনিকে আইইডিসিআরের পরিচালকের পক্ষে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটা মূলত এম এসসি ইন এপ্লাইড এপিডেমিওলজি (সেশন ২০২৩-২০২৪) ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি, বি) এডভান্সড কোর্সে ভর্তির আবেদন। ফিল্ড এপিডেমিওলজিস্ট বা ‘স্বাস্থ্য গোয়েন্দা’রা মূলত রোগবিস্তারবৈজ্ঞানিক গবেষণার প্রধান উপক্ষেত্রগুলির মধ্যে রোগের কারণ নির্ণয়, রোগের সংবহন, রোগের প্রাদুর্ভাব অনুসন্ধান, রোগ নজরদারি, পরিবেশগত রোগবিস্তারবিজ্ঞান, রোগীভিত্তিক পরীক্ষণের মাধ্যমে একাধিক চিকিৎসার ফলাফলের তুলনা করে থাকে। রোগবিস্তারবিজ্ঞানে জনসমষ্টির মধ্যে জরিপ চালানো হয় এবং বয়স, লিঙ্গ, নৃগোষ্ঠী, পেশা, ইত্যাদির ভিত্তিতে জনসম্প্রদায়ের কোন অংশ আলোচনাধীন রোগে আক্রান্ত, তা নির্ণয় করা হয়। এরপর বৈজ্ঞানিক জরিপ থেকে প্রাপ্ত তথ্যাবলি বা পরীক্ষাগারের গবেষণায় প্রাপ্ত পর্যবেক্ষণসমূহ থেকে লব্ধ বৈজ্ঞানিক অনুমানগুলি পরীক্ষা করা হয়।
করোনাভাইরাসের প্রার্দুভাবের সময় নিউইয়র্ক নগরীতে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের শনাক্ত করছিল ‘স্বাস্থ্য গোয়েন্দা’রা।
পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপনে, দুই বছর মেয়াদী এম এসসি ইন এপ্লাইড এপিডেমিওলজি (সেশন ২০২০-২০২৪) ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি, বি) এডভান্সড এর দশম ব্যাচে অংশগ্রহণে আগ্রহী সকল সরকারি চিকিৎসক ও প্রাণিচিকিৎসকদের কাছ থেকে আগামী ৬ এপ্রিলের মধ্যে নিম্নলিখিত অনলাইন লিংকে সরাসরি আবেদন আহ্বান জানানো হয়।







