দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যানসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মতিঝিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং চেয়ারম্যানসহ কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার রাতে মুক্ত হলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীসহ চার সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা।
আইডিআরএ এর চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের অপসারণসহ কয়েক দফা দাবিতে সংস্থাটির প্রধান কার্যালয় মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মুক্তি পান আইডিআরএ চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, আইডিআরএ চেয়ারম্যানসহ অন্যদের পদত্যাগ দাবিতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
প্রতিপক্ষের লোকজন হঠাৎ করে তাদের উপর চড়াও হলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তবে আইডিআরএ-এর কর্মচারীরা পাল্টা অভিযোগ করে বলেন, আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালিয়ে জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে।









