অভিনেতা প্রযোজক ডিপজল সম্প্রতি গণমাধ্যমে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। ‘ইধিকা বিগত ছবিতে যে ড্রেস পরেছে, সেগুলো মানুষ পরেনা। ইন্ডিয়ায় সে যেসব ড্রেস পরেছে সেটা ওখানে ভালো। বাংলাদেশে এসে বোরকা না পরা বেটার!’
ডিপজলের এমন মন্তব্য নজরে এসেছে ইধিকা পালের। তিনি ডিপজলের মন্তব্যে অনেকটা মনঃক্ষুণ্ণ হয়েছেন! ‘প্রিয়তমা’ খ্যাত এই নায়িকা উল্টো ডিপজলের কাছে প্রশ্ন ছুঁড়ে জানতে চেয়েছেন, ‘অশ্লীল আসলে কোনটা?’
ইধিকা পাল বলেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট বা আমার যে ক‘টা কাজ আছে সেখানে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। উনি (ডিপজল) আমার থেকে অনেক সিনিয়র। তার কাছ থেকে আমি কোনোদিনও এমন কথা আশা করিনি। অশ্লীল শুধু পোশাকআশাক হয় না, অশ্লীল মানুষের আচরণও হয়। সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ।
গেল ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবি করে ব্যাপকভাবে আলোচিত হন ইধিকা পাল। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেন। সেই সুবাদে ইধিকার ঢাকার যাতায়াত বাড়ছে।
সম্প্রতি একটি বিউটি সেলুনের উদ্বোধনে ও একটি ডকুমেন্টারির শুটিংয়ে তিনি ঢাকা আসেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার সময় ডিপজলের মন্তব্যের জবাব দেন ইধিকা।
এদিকে, শোনা যাচ্ছে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ছবিতে অভিনয় করবেন ইধিকা পাল। যে ছবিতে তার বিপরীতে থাকবেন শরিফুল রাজ।








