আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা মির্জা আব্বাসের নেতৃত্বে আর তারেকের সম্মতিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা করেছে। আক্রমণ অব্যাহত থাকলে এর পরিণতি ভালো হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করা হচ্ছে। আমাদের দিকে আঘাত আসলে তাদের দিকে পাল্টা আঘাত আসবে। এসব আক্রমন অব্যাহত থাকলে এর পরিণতি ভালো হবে না।
ইসি নীরব ভূমিকা পালন করলে আমরা যা করার তাই করবো উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন একপাক্ষিক করা, ভোটের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়া চেষ্টা করছে। যদি এমনটি করে তাহলে ১২ তারিখ এর রফাদফা হবে।
তিনি বলেন, মির্জা আব্বাস ভুল ত্রুটির ঊর্ধ্বে না, যে তার সমালোচনা করা যাবে না। এই ভয়ভীতি আমাদের দেখিয়ে লাভ নাই।
বিএনপির অতীত এদেশের মানুষ ভুলে যায় নাই উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের সাথে আপস করে রাজনীতি করেছে বিএনপি।









