‘এনজিও’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২ গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর এক নম্বর উন্নয়ন সংস্থা ব্র্যাক। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এই পুরস্কার দিয়েছে। ষষ্ঠবারের মতো এই পুরস্কার পেয়েছে ব্র্যাক।
মঙ্গলবার (৭ নভেম্বর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। ব্র্যাকের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালক (ইন্টারনাল অডিট) নন্দ দুলাল সাহা এবং ব্র্যাকের সহযোগী পরিচালক (অর্থ ও হিসাব) অসিত বরণ দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান মোঃ হামিদ উল্লাহ।
আর্থিক স্বচ্ছতা বিষয়ে পূর্বেও ব্র্যাক বিভিন্ন অর্থনৈতিক অ্যাওয়ার্ড জয় করেছে, যার মধ্যে ইনস্টিটিউট অফ চার্টাড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস আয়োজিত বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।









