সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে মাত্র তিন দিনেই জয়ের হাসি হাসলো সাউথ আফ্রিকা। সফরকারীরা কোনরকম পাত্তা পায়নি নর্কিয়া-রাবাদা-ইয়ানসেনদের কাছে। তৃতীয় দিনের শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজ ১৫৯ রানে অলআউট হলে ৮৭ রানের জয় পায় প্রোটিয়ারা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল।
সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক বাভুমা। প্রথম ইনিংসে এইডেন মার্করামের সেঞ্চুরি ও ডিন এলগারের ৭১ রানের দৃঢ়তায় ৩৪২ রান তোলে প্রোটিয়ারা। আলজারি যোসেফ ৮১ রানে ৫ উইকেট নেন।
জবাবে আনরিখ নর্কিয়ার তোপে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রেইমন রেইফার সর্বোচ্চ ৬২ রান করেন। নর্কিয়া ৩৬ রানে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা লিড পায় ১৩০ রানের।
দ্বিতীয় ইনিংসে কেমার রোচের সামনে দাড়াতেই পারেনি প্রোটিয়াদের কোন ব্যাটার, অলআউট হয় মাত্র ১১৬ রানে। সর্বোচ্চ রান আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্করামের থেকে, করেন ৪৭ রান। রোচ ৪৭ রানে ৫ উইকেট নেন।
২৪৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে রাবাদার তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৯ রান পর্যন্ত তুলতে পারে ক্রেইগ ব্রাথওয়েটের সতীর্থরা। সাউথ আফ্রিকা জয় পায় ৮৭ রানে। রাবাদা ৫০ রানে ৬ উইকেট নেন।

প্রথম ইনিংসে ১১৫ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করা এইডেন মার্করাম ম্যাচসেরা হয়েছেন।







