মোট ৬৬১ রানের এক বিশাল ম্যাচের দেখা মিলল মেয়েদের বিশ্বকাপে। মেয়েদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ৩৩১ রানের লক্ষ্য ১ ওভার ও ৩ উইকেট হাতে রেখে টপকে গেছে অজিরা। অধিনায়ক অ্যালিসা হিলির ১০৭ বলে ১৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ৩ উইকেটে ইতিহাস গড়া জয় তুলেছে দলটি।
বিশাখাপত্তমে মেয়েদের বিশ্বকাপে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অ্যালিসা। ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩০ রানের সংগ্রহ গড়ে হারমানপ্রিত কৌরের দল। জবাবে নেমে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ করে ইতিহাস গড়ে অ্যালিসার দল।
ওপেনিং জুটিতে ১৫৫ রান যোগ করেন স্মৃতি মান্দানা ও প্রাতিকা রাওয়াল। ৬৬ বলে ৮৮ করে আউট হন স্মৃতি। প্রাতিকা ফেরেন ৯৬ বলে ৭৫ করে। হারলিন দেওল করেন ৪২ বলে ৩৮ রান। কৌর করেন ১৭ বলে ২২ রান। জেমিমাহ রদ্রিগেজ করেন ২১ বলে ৩৩ রান। রিচা ঘোষ করেন ২২ বলে ৩২ রান।
আস্ট্রেলিয়ার হয়ে এনাবেল সাউদারল্যান্ড একাই নেন ৫ উইকেট। সফি মলিনেক্স নেন ৩টি উইকেট। মেগান শুট ও অ্যাসলে গার্ডনার একটি করে উইকেট নেন।

জবাবে ৮৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৯ বলে ৪০ করে ওপেনার ফোবি লিচফিল্ড ফেরেন। একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক অ্যালিসা। তিনি করেন ১০৭ বলে ১৪২ রান। অ্যাসলে গার্ডনারে সাথে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়েন। গার্ডনার করেন ৪৬ বলে ৪৫ রান। লিস পেরি ৫২ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে।

ভারতের হয়ে শ্রি চারানি নেন ৩টি উইকেট। দীপ্তি শর্মা ও আমানজত কৌর নেন দুটি করে উইকেট।
এরআগে, সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০২৪ সালে পচেফস্ট্রুমে সাউথ আফ্রিকার দেয়া ৩০২ রানের লক্ষ্যে ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল তারা। সেই ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল ৬ উইকেটে। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০১ করে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে লরা উলভার্ট ১৪৭ বলে করেছিলেন ১৮৪ রান। ৪৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৫ করেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে চামারি আতাপত্তু করেছিলেন ১৩৯ বলে ১৯৫ রান।









