আট দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে মেয়েদের ইমার্জিং নেশন্স ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজনে হতে যাওয়া আসরটি হবে টি-২০ সংস্করণে । ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের পর্দা নামবে ৩০ নভেম্বর। প্রথমবারের মতো হতে যাওয়া আসরের আয়োজক দেশ থাইল্যান্ড। প্রতিটি ম্যাচ হবে ব্যাংককে জানিয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেট সংস্থাটি।
টুর্নামেন্টে অংশ নেবে চার মহাদেশের আটটি দল। শনিবার ঘোষণা করা হয়েছে নারী ইমার্জিং নেশন্স ট্রফি টি-টুয়েন্টির পূর্ণ সূচি। আইসিসির মতে, বিশ্বব্যাপী নারী ক্রিকেটের প্রসার ও অংশগ্রহণ বৃদ্ধির কৌশলের এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আটটি দল হল, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া, তানজানিয়া এবং উগান্ডা। টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ড এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভেন্যুতে ম্যাচ গুলো গড়াবে।
চলতি বছর আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এ বিশ্বব্যাপী দর্শক রেকর্ড হয়েছে। শুধুমাত্র ভারতে ৫০ কোটিরও বেশি দর্শক খেলা দেখেছেন এবং বহু দেশে দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নারী ক্রিকেটের দৃশ্যমানতা ও অংশগ্রহণ বাড়াতে উইমেনস ক্রিকেট উইক উদ্যোগে ৪০টিরও বেশি দেশ নানা অনুষ্ঠান আয়োজন করেছে।
ভারত ও শ্রীলঙ্কা জুড়ে প্রায় ৩ লক্ষ দর্শক মাঠে বসে ম্যাচ উপভোগ করেছেন। টুর্নামেন্টে ভারত প্রথম এশীয় দেশ হিসেবে নারী বিশ্বকাপ জিতেছে। নারী ক্রিকেটের বিকাশ বিষয়টিকে মাইলফলক মনে করছে আইসিসি।
আইসিসি জানায়, বিশ্বকাপের সাফল্যের ওপর ভিত্তি করে নারী ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আইসিসি নতুনভাবে বিনিয়োগ করছে। নারী এমার্জিং নেশন্স ট্রফি হলো তিন-ধাপের উন্নয়ন কাঠামোর অংশ, যেখানে উদীয়মান দেশগুলো উচ্চমানের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পাবে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেটের বিস্তার এবং নারী ক্রিকেটের বৃদ্ধি, আইসিসি চেয়ারম্যানের মূল লক্ষ্য। উদীয়মান দেশে এলিট ক্রিকেটারদের জন্য বেশি আন্তর্জাতিক ম্যাচের সুযোগ তৈরি করলে তাদের উন্নতি দ্রুত হবে। এর ফলে দলগুলো আরও প্রতিযোগিতামূলক হবে। এটি অংশগ্রহণকারী দেশগুলোতে নারী ক্রিকেটের দৃশ্যমানতা বাড়ায়, মেয়েদের খেলায় আগ্রহী করে এবং অন্যান্য দেশের নারী ক্রিকেটারদেরও উন্নয়নধারায় এগিয়ে থাকতে অনুপ্রাণিত করে।’
টুর্নামেন্ট শুরু ২০ থেকে ৩০ নভেম্বর মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং পাপুয়া নিউ গিনি খেলবে আরব আমিরাতের বিপক্ষে।
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি ২০২৫ পূর্ণ সূচি এবং ভেন্যু-
টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ড (টিসিজি)
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এটিটি)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর
টিসিজি ৮:৩০- থাইল্যান্ড বনাম নেদারল্যান্ড
এটিটি ৮:৩০- পাপুয়া নিউ গিনি বনাম আরব আমিরাত
টিসিজি ১২:৪৫- স্কটল্যান্ড বনাম উগান্ডা
এটিটি ১২:৪৫- নামিবিয়া বনাম তানজানিয়া
শুক্রবার, ২১ নভেম্বর
টিসিজি ৮:৩০- থাইল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি
এটিটি ৮:৩০- নেদারল্যান্ডস বনাম আরব আমিরাত
টিসিজি ১২:৪৫- উগান্ডা বনাম নামিবিয়া
এটিটি ১২:৪৫- স্কটল্যান্ড বনাম তানজানিয়া
রোববার, ২৩ নভেম্বর
টিসিজি ৮:৩০- উগান্ডা বনাম পাপুয়া নিউ গিনি
এটিটি ৮:৩০- তানজানিয়া বনাম নেদারল্যান্ডস
টিসিজি ১২:৪৫- আরব আমিরাত বনাম স্কটল্যান্ড
এটিটি ১২:৪৫- থাইল্যান্ড বনাম নামিবিয়া
মঙ্গলবার, ২৫ নভেম্বর
টিসিজি ৮:৩০- থাইল্যান্ড বনাম তানজানিয়া
এটিটি ৮:৩০- আরব আমিরাত বনাম উগান্ডা
টিসিজি ১২:৪৫- পাপুয়া নিউ গিনি বনাম নেদারল্যান্ডস
এটিটি ১২:৪৫- নামিবিয়া বনাম স্কটল্যান্ড
বুধবার, ২৬ নভেম্বর
টিসিজি ৮:৩০- তানজানিয়া বনাম আরব আমিরাত
এটিটি ৮:৩০- থাইল্যান্ড বনাম উগান্ডা
টিসিজি ১২:৪৫- নেদারল্যান্ডস বনাম নামিবিয়া
এটিটি ১২:৪৫- পাপুয়া নিউ গিনি বনাম স্কটল্যান্ড
শুক্রবার, ২৮ নভেম্বর
টিসিজি ৮:৩০- থাইল্যান্ড বনাম আরব আমিরাত
এটিটি ৮:৩০- উগান্ডা বনাম তানজানিয়া
টিসিজি ১২:৪৫- স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
এটিটি ১২:৪৫- নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি
রোববার, ৩০ নভেম্বর
টিসিজি ৮:৩০- নেদারল্যান্ডস বনাম উগান্ডা
এটিটি ৮:৩০- আরব আমিরাত বনাম নামিবিয়া
টিসিজি ১২:৪৫- তানজানিয়া বনাম পাপুয়া নিউ গিনি
এটিটি ১২:৪৫- থাইল্যান্ড বনাম স্কটল্যান্ড








