টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। বিষয়টি চূড়ান্ত হওয়ার পর আসর বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এরমাঝেই ভারতীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে কলম্বো যাওয়ার টিকিটও কেটে ফেলেছে দেশটি। এমন সময় ভারতের সাবেক ব্যাটার আজিঙ্কা রাহানে বললেন, আদতে বিশ্বকাপ বয়কট করার সাহস নেই পাকিস্তানের।
পাকিস্তানের বয়কট-বিশ্বকাপ খবরের তোয়াক্কাই করছেন না রাহানে। বলেছেন, ‘আমার মনে হয় না তারা এটা (বিশ্বকাপ বয়কট) করতে পারবে। যদি বলি সাহসের কথা, আমার মনে হয় না তাদের সেই সাহস আছে।’
হাইব্রিড মডেলে আয়োজক ভারতে না এসে সহ-আয়োজক শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলবে পাকিস্তান। শেষ খরব, পাকিস্তান দলকে নির্দেশনা দেয়া হয়েছে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকতে। সেজন্য শ্রীলঙ্কায় যেতে কলম্বোর টিকিট নিশ্চিত করেছে পিসিবি। সালমান আলী আঘার দল অস্ট্রেলিয়া দলের সাথে কলম্বোয় রওনা হবে।
এরআগে পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রতিবেদন ছিল, বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি প্রতিবাদের বার্তা দিতে কিছু বিকল্প নিয়ে ভাবছে পিসিবি। টুর্নামেন্ট থেকে সরে না দাঁড়িয়ে কীভাবে সংহতি প্রকাশ করা যায় সেটি ভাবছে!









