আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় উঠলেন বাংলাদেশের ওপেনার ফারজানা হক পিংকি ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তারা।
মিরপুরে ড্র (১-১) হওয়া সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন ফারজানা। খেলেন ১০৭ রানের ইনিংস। তাতে ব্যাটিংয়ে ৮ ধাপ এগিয়েছেন। বর্তমানে অবস্থান ১৯ নম্বরে।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা আহমেদ। ব্যাটিংয়ে এটিই ছিল টাইগ্রেস ক্রিকেটে সেরা র্যাঙ্ক।
বোলিংয়ে ৪ ধাপ এগিয়ে নাহিদা উঠে এসেছেন ১৯ নম্বরে। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট শিকারের মাধ্যমে র্যাঙ্কিংয়ে লাফ দেন বাঁহাতি স্পিনার। ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বর পজিশনে ছিলেন সালমা খাতুন।
মঙ্গলবার মেয়েদের ওয়ানডের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।







