নিউজিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার এমিলি কের আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ খেতাব জেতায় তার হাতে উঠেছে র্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি। পথে তিনি হারিয়েছেন সাউথ আফ্রিকার লৌরা উলভার্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং অস্ট্রেলিয়ার আনাবেল সাউদারল্যান্ডকে।
কের নিউজিল্যান্ড মেয়েদের জেতা প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের অন্যতম পারফর্মার ছিলেন। ওই আসরের ফাইনালের ম্যাচসেরা, সাথে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। তিনি র্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি জেতা কিউইদের প্রথম খেলেয়াড়, কিউইদের মেয়েদের মধ্যে তো প্রথমই।
সারাবছর নয়টি ওয়ানডে খেলে ৩৩ গড়ে ২৬৪ রান করার পাশাপাশি ১৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন। টি-টুয়েন্টির ১৮ ম্যাচে ২৪.১৮ গড়ে ৩৮৭ রানের পাশাপাশি ২৯ উইকেট শিকার করেছিলেন। এটি ছিল একবছরের মধ্যে জাতীয় রেকর্ড।
টি-টুয়েন্টি বিশ্বকাপে কের ১৫ উইকেট শিকার করেছিলেন, যা আসর সর্বোচ্চ। এটি মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে এক আসরের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট সংগ্রহ।









