ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায়, ভারতের ক্রিকেট কিংবদন্তি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কড়া পদক্ষেপ নেয়া উচিত। এটা কোনও রসিকতা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটে চলবে। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা যায় না।’
এদিকে, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও পেহেলগামের ঘটনার পর স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত নিকট ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না। যদিও রাজনৈতিক টানাপোড়েনে ২০০৮ সালের পর থেকে ভারত কোনও ক্রিকেট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেনি। দুই দেশের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১২-১৩ সালে ভারতের মাটিতে।
বর্তমানে ভারত ও পাকিস্তান শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেই একে অপরের মুখোমুখি হয়।









