ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে দারুণ ভূমিকা ছিল পেসার জাসপ্রীত বুমরাহর। ফাইনালে ম্যাচসেরা বিরাট কোহলি, কিন্তু টুর্নামেন্টসেরার পুরস্কার যায় ডানহাতি পেসারের হাতে। আরও একটি সুখবর পেলেন বুমরাহ। বিশ্বজয়ী পেসার পেয়েছেন আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
আইসিসি মঙ্গলবার মাসসেরা ছেলে ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। ছেলেদের সেরার লড়াইয়ে বুমরাহর সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। দুজনকে পেছনে ফেলে সেরা হয়েছেন ৩০ বর্ষী বুমরাহ।
আর, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো করে মাসসেরা হয়েছেন ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্দানা।
বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আরও একটি পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত বুমরাহ। বলেছেন, ‘জুনের সেরা খেলোয়াড় হতে পেরে আমি খুশি। স্মরণীয় কিছু সপ্তাহ কাটানোর পর এটা আমার জন্য বিশেষ সম্মানের। উদযাপনের মুকুটে এই পালক যোগ করতে পেরে আমি খুশি।’
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র হওয়া বিশ্বকাপে ৮.২৬ গড়ে ১৫টি উইকেট শিকার করেন বুমরাহ। ওভারপ্রতি রান দেন কেবল ৪.১৭ করে। ফাইনালসহ একাধিক ম্যাচে মোড় ঘোরানো দুর্দান্ত কিছু বোলিং করে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন।









