চারদিনব্যাপী চলা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় উপস্থিত হননি পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। সংযুক্ত আরব আমিরাতে ৪ নভেম্বর শুরু হওয়া সভা চলছে আইসিসি সভাপতি জয় শাহর নেতৃত্বে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সভাকালীন সময়ে রাজনৈতিক কারণে ব্যস্ত আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি।
আইসিসি সভায় ক্রিকেট উন্নয়ন সংক্রান্ত বিষয় ছাড়াও এশিয়া কাপ ট্রফি ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাবে। নাকভি সেখানে অংশ নিলে ট্রফি ঘিরে প্রশ্নের সম্মুখীন হতে পারেন।
তবে পিসিবির একটি সূত্র জানাচ্ছে, সভায় নাকভির অনুপস্থিতির পেছনে রাজনৈতিক কারণই। যদিও তা স্পষ্ট করে জানানো হয়নি। তিনি উপস্থিত না হলেও ভার্চুয়ালি সভার শেষদিন ৭ নভেম্বর অংশ নিতে পারেন।
জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পরে আইসিসির কোন সভায়ই অংশ নেননি নাকভি।
চলতি বছরের এশিয়া কাপে ভারত-পাকিস্তান দলের মধ্যে কোন ভাব বিনিময় হয়নি। টসের পর ক্রিকেটারদের হাত মেলানো ও বাকবিতণ্ডার মতো বিষয়গুলো আলোচনায় ছিল। ফাইনালে এসিসি সভাপতি নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত দল। শেষপর্যন্ত ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে ফিরে যান শুভমন গিলরা।









