বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সাথে বাংলাদেশের ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না। বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
আলোচনায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে তার আনুষ্ঠানিক আবারও অনুরোধ করেছে। বোর্ড বাংলাদেশ দল, ভক্ত, মিডিয়া এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে বাংলাদেশ সরকারের মতামত দিয়েছে এবং উদ্বেগেরও কথা জানিয়েছে।
বিসিবি জানিয়েছে, আলোচনা গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ এবং পেশাদার পদ্ধতিতে হয়েছে। সবপক্ষ প্রাসঙ্গিক বিষয়গুলিতে খোলামেলাভাবে আলোচনা করেছে। অন্যান্য বিষয়ের মধ্যে ন্যূনতম লজিস্টিক সমন্বযয়ের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে একটি অন্য গ্রুপে সরিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল।
আইসিসি প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনার ভিসা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পাওয়ায় ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।
বিসিবির পক্ষে সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।









