ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। টিম টাইগার্স যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেবে আইসিসি।
আইসিসির সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএনআই। তাদের প্রতিবেদন, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারত সফরে রাজি না হয়, তাহলে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন তিনি।
গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি সভা ডেকেছিল। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে হেরে যায়। বিসিবিকে নিজেদের অবস্থান থেকে সরে আসতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে বাংলাদেশ পরিস্কার জানিয়ে দিয়েছে, কোনভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।
এরপর আইসিসি গভর্নিং বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না।
ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেয়া আইসিসির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এবার শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।
বিসিবি আগে খেলোয়াড়দের ‘নিরাপত্তা এবং সুরক্ষা উদ্বেগ’ উল্লেখ করে আইসিসিকে অনুরোধ করেছিল যে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশের কোন প্রকার নিরাপত্তা শঙ্কা নেই, খেললে ভারতেই খেলতে হবে।









