ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এখনও আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় মার্ক বুচার। বিশ্বকাপ নিয়ে আইসিসির অবস্থান ও বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন কোনো সরকারি সিদ্ধান্ত, নিরাপত্তা বা অন্য শঙ্কায় কেউ খেলতে না চাইলে বাদ দেয়া উচিত।
আইসিসি কি বাংলাদেশকে বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে? উইজডেন ক্রিকেটের পডকাস্টে বুচারকে এমন প্রশ্নের উত্তরে এ ইংলিশ ব্যাটার বলেছেন এটি ‘দৃষ্টান্ত’ হয়ে থাকবে যখন কোনো দল আইসিসির আসরে স্বাগতিক দেশে যদি না যেতে চায়।
মার্ক বুচার উইজডেনকে বলেছেন, ‘ওই মুহূর্তে আইসিসির হাতে একটি বিকল্প ছিল- তারা কি এখন থেকে যা করা উচিত তা করবে? এটি এমন একটি নজির হয়ে থাকবে যা আমার মনে হয় আইসিসির অনুসরণ করা উচিত।’
‘যখন কোনও দল তাদের সরকারের মাধ্যমে হোক বা তাদের নিজস্ব সিদ্ধান্তে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে কোনও দেশে আসরের জন্য ভ্রমণ নিয়ে উদ্বেগের সম্মুখীন হয় তখন তাদের বাদ দেয়া উচিত। র্যাঙ্কিংয়ে পরবর্তীতে যারা যোগ্যতা অর্জন করবে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এটাই দৃষ্টান্ত হওয়া উচিত।’
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্টটি। ভারত তাদের সব ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়া থেকেই ঘটনার সূত্রপাত। ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয়। তবে সেই অনুরোধ না রেখে বাংলাদেশকে বাদ দেয়া হয় এবং স্কটল্যান্ডকে অন্তভূক্ত করা হয়।







