২০১৯ সালে ‘কিস’ দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখেন ভারতীয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। যদিও ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। যেখানে তার সঙ্গী হবেন সাইফ আলী খান পুত্র ইব্রাহিম খান।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইব্রাহিম আলী খানের পরবর্তী সিনেমা ‘ডিলার’। সেই সিনেমাটিতে ইব্রাহিমের বিপরীতে রোমান্স করবেন শ্রীলীলা। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে তার। ইতোমধ্যে ইব্রাহিমের বিপরীতে অভিনয়ের জন্যও শ্রীলীলা সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।
‘ডিলার’ সিনেমা পরিচালনা করবেন কুনাল দেশমুখ। প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। আগামী আগস্টে দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।
শ্রীলীলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এতে তার সহশিল্পী ছিলেন মহেশ বাবু। চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৭১ কোটি রুপি। –সিয়াসাত ডটকম









