Site icon চ্যানেল আই অনলাইন

মেয়েদের ফুটবল দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’য়ে বাংলাদেশের মেয়েদের জাতীয় এবং বয়সভিত্তিক দলের ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয়া হচ্ছে। পৃথিবীর সব প্রান্ত থেকেই খেলাগুলো দেখতে পাবেন আইস্ক্রিনের দর্শকরা।

মঙ্গলবার দুপুরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ী বাংলাদেশ ফুটবল দল, কোচ ও স্টাফদের সংবর্ধনা দিয়েছে চ্যানেল আই। অনুষ্ঠানে ‘আইস্ক্রিনে’ মেয়েদের খেলা সরাসরি দেখানোর বিষয়টি জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আইস্ক্রিনে আমরা অনেকরকম অনুষ্ঠান দেবো। সিনেমা থাকবে, নাটক থাকবে। কিন্তু একইসাথে আমরা আশা করছি তোমরা যে খেলাগুলো খেলবে ভবিষ্যতে, সেই খেলা সরাসরি আইস্ক্রিনে দেখা যাবে। তোমাদের সবাই কিংবা তোমাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, পৃথিবীর যেখানেই থাকুক না কেনো, তারা এই খেলাগুলো দেখতে পাবে।’

সদ্যই সাবস্ক্রিপশন যাত্রা করা আইস্ক্রিনে মিলছে তিনটি প্ল্যান- একমাস, ছয় মাস ও এক বছরের প্যাকেজ। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা। প্ল্যাটফর্মটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক রিয়াজ।

Exit mobile version