এমন বাংলাদেশ চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ধর্মীয় উন্মাদনা, গণমাধ্যমে হামলা এমন ঘটনায় ভীষণ উদ্বিগ্ন আমরা।
বুধবার ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে শহীদ ডা. মিলনের স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক বাংলাদেশ। যারা দায়িত্বে আছেন তাদের এমন কোন বক্তব্য দেয়া উচিত না যাতে জনমনে বিভ্রান্তির তৈরি হয়।
তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য জীবন দেয়া ডাক্তার মিলন এক অনুপ্রেরণা। মির্জা ফখরুল বলেছেন, উদার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম চালিয়ে যাব।









