চোখে সানগ্লাস, ছোট চুল, মুখভর্তি খোঁচা দাড়ি। পরে আছেন ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবী। পায়ে কালো জুতা। চেয়ারে আয়েশ করে বসে আছেন। এমন লুক গেটআপে শাকিব খানকে সচরাচর দেখা যায় না! সোমবার দুপুরে পোস্ট করা স্থিরচিত্রে এভাবে ধরা দিলে এই সুপারস্টার।
নিজের ইনস্টাগ্রামে শাকিব এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, রাজত্ব করি।’
শাকিবের এমন গেটআপের ছবি দেখে সৌরভ নামে একজন লিখেছেন, খান সাহেব চিল মুডে আছেন। ঈদে তিনি সবকিছু ‘বরবাদ’ করে দেবেন। রহিম নামে আরেকজন লিখেছেন, শাকিব খানের সাধারণ একটা ছবি ছাড়লে যেমন আলোচনা হয়, অনেকের সিনেমার পোস্টার নিজেও হয় না।
অনেকে আবার মন্তব্যে বলছেন, এই লুকে শাকিবের সিনেমা করা উচিত। তবে শত শত মন্তব্যে শাকিবের সুদর্শন লুকের তারিফ করছেন ভক্তরা।
রবিবার শাকিব তার কসমেটিক্স ও হোমকেয়ার প্রসাধনী প্রতিষ্ঠান ‘রিমার্ক – হারল্যান’র একটি আয়োজনে অংশ নেয়ার জন্য এমন গেটআপ নিয়েছিলেন। সেখানে শাকিব ছাড়াও ক্রিকেটার তাসনিক, তানজিদ, নায়ক ইমন, অভিনেত্রী মীম, শবনম ফারিয়া, কেয়া পায়েলও ছিলেন।
তবে অনেকেই তার ছবির পাশাপাশি ক্যাপশনে দেয়া কথাটিকে বেশী গুরুত্ব দিচ্ছেন। প্রায় দুই দশক ধরেই ঢাকাই ছবিতে রাজত্ব করছেন এই সুপারস্টার। সিঙ্গেল স্ক্রিনের রাজা বলেই মনে করা হতো তাকে, তবে গত কয়েক বছর ধরে মাল্টিপ্লেক্স-এও সমান দাপট অব্যাহত রেখেছেন!
তার ছবি মানেই ব্লকবাস্টার। কী মফস্বলে, কী রাজধানীতে! আসন্ন ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘বরবাদ’। এরইমধ্যে এই ছবির টিজার প্রকাশ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব! বিগত উৎসবগুলোর মতো এবারও যে নিজের রাজত্ব অক্ষুণ্ণ রাখবেন, তারই কি পূর্বাভাস দিলেন এই তারকা!
আসন্ন ঈদে শাকিবের ‘বরবাদ’ ছাড়াও মুক্তির মিছিলে আছে আফরান নিশোর ‘দাগি’, সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’সহ আরো অন্তত দুটি সিনেমা। অনেকে মনে করছেন আসন্ন ঈদে এই তিন সিনেমার মধ্যে হবে হাড্ডাহাড্ডা লড়াই!









