ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহত হয়েছেন প্রায় দেড়শো জন, যাদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে।
রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) ঘোষণা করা হয়েছে একদিনের শোক। চারদিকে চলছে শোক ও প্রার্থনার ঢেউ। এই ভয়াবহ ট্রাজেডিতে শোবিজ অঙ্গনের তারকারাও গভীরভাবে শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যেমন শোক ও সমবেদনার কথা জানাচ্ছেন, তেমনি আহ্বান জানাচ্ছেন রক্তদানে ও আহতদের সাহায্যে এগিয়ে আসার।
অভিনেত্রী জয়া আহসান এই ঘটনায় একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়!”
তিনি আরও লেখেন,“আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাঁদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।”









