দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আসর শুরু করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে রিশভ পান্টের দল।
হায়দরাবাদে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রানের সংগ্রহ গড়ে হায়দরাবাদ। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লক্ষ্ণৌ।
আগে ব্যাটে নামা হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ট্রাভিস হেড। অজি ব্যাটারের ২৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। ৫ ছক্কায় ১৩ বলে ৩৬ রান করেন অনিকেত ভার্মা। এছাড়া নিতিশ কুমার রেড্ডি ২৮ বলে ৩২ এবং হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ২৬ রান করেন। বাকিদের মধ্যে প্যাট কামিন্স ৪ বলে ৩ ছক্কায় ১৮ রান করেন। ১১ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল।
লক্ষ্ণৌ বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর।
জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় লক্ষ্ণৌ। দলীয় চার রানে ফিরে যান এইডেন মার্করাম।। পরে মিচেল মার্শকে নিয়ে ঝড় তোলেন নিকোলাস পুরান। ৬টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৭০ রান করেন ক্যারিবীয়ান ব্যাটার। ৭টি চার ও দুই ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন মিচেল মার্শ। এছাড়া আব্দুল সামাদ ৮ বলে ২২ রান করেন।
হায়দরাবাদ বোলারদের মধ্যে প্যাট কামিন্স দুই উইকেট নেন।









